Tuesday, October 14, 2025

ঝিকরগাছায় অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ চার যুবক গ্রেফতার


ছবিঃ ঝিকরগাছায় পুলিশের অভিযান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | যশোর:

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল ও পাঁচটি মোটরসাইকেলসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়াপাড়ার সোহাগের হাঁসের খামারে এ অভিযান পরিচালনা করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবু হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় খামার থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগসহ কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, ওয়াকিটকি, খেলনা পিস্তল, বিদেশি মদ, রিফ্লেক্টিভ জ্যাকেট, মুখোশ, টর্চলাইট, সিসি ক্যামেরা, স্বর্ণ মাপার মিটার ও হাতুড়িসহ নানা সরঞ্জাম।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত। ঘটনার তদন্ত চলছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন