Friday, October 24, 2025

পটুয়াখালী মহিপুরে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জন অসুস্থ, ৫ জন হাসপাতালে ভর্তি


ছবিঃ বরফ কলের অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জন অসুস্থ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | পটুয়াখালী :

পটুয়াখালী মৎস্যবন্দর মহিপুরে গাজী আইস প্ল্যান্টের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বরফ কলের বাইরের কর্নেসার পাইপ থেকে লিকেজ শুরু হয়। এতে করে মুহূর্তেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং আশেপাশে থাকা মানুষদের শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৫ জন জেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অ্যামোনিয়া গ্যাস মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এর প্রভাব শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। একাধিক ব্যক্তি এই গ্যাসের কারণে অসুস্থ হয়েছেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, "এ্যামোনিয়া গ্যাসের ছড়িয়ে পড়ার ফলে পরিস্থিতি বেশ খারাপ হয়ে যায়। আমরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে অসুস্থদের হাসপাতালে ভর্তি করেছি।"

এছাড়া, ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, এর আগেও মহিপুর ও আলীপুরে আরও কয়েকটি বরফ কলে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। পুলিশ এবং প্রশাসন এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন