Friday, October 24, 2025

গাজীপুরের ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানী অপহরণের পর উদ্ধার


ছবিঃ বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে পঞ্চগড়ের সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পঞ্চগড় সদর থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাওলানা মহিবুল্লাহ মাদানীকে অজ্ঞান অবস্থায় একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা মহিবুল্লাহ বুধবার (২২ অক্টোবর) সকালে ফজর নামাজের পর হাটাহাটি করতে বের হলে অপহরণ হয়ে যান। পরিবারের সদস্যরা তার সন্ধান না পেয়ে বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মহিবুল্লাহ জুমার খুতবায় ইসকনসহ কিছু হিন্দু সংগঠন ও হিন্দু ছেলেদের মাধ্যমে মুসলিম মেয়েদের প্রতারণার বিষয় নিয়ে সচেতনতামূলক বয়ান দিতেন। এরপর থেকেই তাকে বিভিন্ন হুমকি দেয়া হয় এবং একাধিক উড়ো চিঠি পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান জানিয়েছেন, মাওলানা মহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন