- ২৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে ৬ জুন রাতে সেনাবাহিনীর একটি অভিযানে গ্রেফতার হওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোচিত চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির ওরফে লিপটনের জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
লিপটন গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১টি লং ব্যারেলগান, ১০টি ম্যাগাজিন, ১৪০টি গুলি, ৮টি শিল্ড এবং ৬টি বল্লমসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। এর পর, ৮ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ছুমিয়া খানম তাকে জামিন মঞ্জুর করেন, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারও মানুষ। তাঁরা লিপটনের জামিন বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, "লিপটন একাধিক হত্যার সাথে জড়িত, এবং তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধের মামলা রয়েছে। তার জামিন মঞ্জুর করা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর।"
কুষ্টিয়া শহরের এনএস রোডে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় বক্তারা বলেন, "লিপটন সরকার পতনের পর কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে সে এখন জামিনে মুক্ত।"
বিক্ষোভকারীরা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, "তাঁর জামিন বাতিল করা না হলে সমাজে অস্থিতিশীলতা বাড়বে।" তাঁরা শীর্ষ চরমপন্থির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।