- ২২ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয়ের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। নির্ধারিত ৫০ ওভারে দুই দল সমান ২১৩ রান তুললে ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ সুপার ওভারে, যেখানে শেষ পর্যন্ত মাত্র এক রানে পরাজিত হয় মেহেদি হাসান মিরাজের দল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ দিকে মিরাজ ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে দলটি লড়াইযোগ্য স্কোর গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিচের দিকের ব্যাটসম্যানদের জেদি ইনিংসে নির্ধারিত ওভারের শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে ২১৩ রানেই থামে তাদের ইনিংস।
ম্যাচ টাই হওয়ায় নির্ধারিত হয় সুপার ওভার। ক্যারিবীয় দল আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে তোলে ১০ রান। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১ রান।
সুপার ওভারের প্রথম বলটি ওয়াইড দেন আকিল হোসেন, এরপরের ডেলিভারিতে নো বল ডাকেন আম্পায়ার। ফ্রি হিটে সৌম্য সরকার এক রান নিতে সক্ষম হন। তখনও বাংলাদেশের সামনে সুযোগ ছিল জয়ের। কিন্তু শেষ পর্যন্ত নিয়মিত রান তুলতে না পারায় এবং অতিরিক্ত চাপে পড়ে তারা ৯ রানেই থেমে যায়।
শেষ পর্যন্ত মাত্র এক রানে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ, ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ফিরে আসে।
ক্রিকেটপ্রেমীদের হতাশ করে এমন ম্যাচে সুযোগ হাতছাড়া করায় দলের মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, “আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু শেষ মুহূর্তের সিদ্ধান্ত ও স্নায়ুচাপে আমরা তাল হারিয়ে ফেলি। পরের ম্যাচে ভুলগুলো শুধরে মাঠে ফিরব।”
আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।