- ১৩ অক্টোবর, ২০২৫
গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় নিহতদের সঠিক মৃত্যুর কারণ নির্ধারণে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “গোপালগঞ্জের সংঘর্ষে নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নিয়ে গেছেন, যার ফলে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। এখন প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।”
ঘটনার দায় কার—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কার কী ভূমিকা ছিল, কে দায়ী—সবকিছু কমিটি খতিয়ে দেখে নির্ধারণ করবে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর জনগণ সব জানতে পারবে।”
এদিন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘুরে দেখেন এবং ইমিগ্রেশন বিভাগে জনবল চাহিদা ও বাস্তব চিত্র সম্পর্কে খোঁজ নেন। তবে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
গোপালগঞ্জের ঘটনার সংবাদ প্রচারের বিষয়ে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থলে থেকে যারা সরাসরি তথ্য সংগ্রহ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে যারা ছিলেন না, তাদের উদ্দেশে বলছি—ভুল বা অসমর্থিত তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন।”
স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট, সরকার গোপালগঞ্জের ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে যাচাই করে সত্য উদঘাটনে বদ্ধপরিকর। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করা হচ্ছে।