- ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে। আহতদের মধ্যে বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ইতোমধ্যে ইনস্টিটিউটের তালিকায় ২৮ জন দগ্ধ রোগীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই কিশোর ও শিশু। আহতদের মধ্যে রয়েছেন শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাহাতা (১৪), নিলয় (১৪) প্রমুখ। তালিকায় প্রাপ্তবয়স্কদের মধ্যে আছেন আশরাফ (৩৭), মাসুমা (৩৮), জাকির (৫৫) এবং শামীম, সামিয়া ও মাহিয়া।
উল্লেখ্য, রবিবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও অন্যান্য জরুরি সেবাকর্মীরা।