Friday, December 5, 2025

প্রধান উপদেষ্টার ভাষণকে ‘জাতির সঙ্গে প্রতারণা’ বলে অভিহিত করল বাম গণতান্ত্রিক জোট


ছবিঃ প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে জাতির সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা অভিযোগ করেছেন, এই ভাষণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করে দেশকে দীর্ঘস্থায়ী সংকটে ঠেলে দেবে।

আজ শুক্রবার সন্ধ্যায় জোটের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেতারা বলেন, “বিএনপি, জামায়াত ও এনসিপির একমত হওয়াকে যদি সবার ঐকমত্য ধরে নেওয়া হয়, তাহলে এটি ঐকমত্য কমিশনের বৈঠককেই প্রশ্নবিদ্ধ করে।”

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ভাষণে যে সনদ বাস্তবায়ন, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, তা সংবিধানসম্মত নয়। সংবিধানে আদেশ জারি বা গণভোটের কোনো বিধান নেই। রাষ্ট্রপতি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি করা হয়েছে যা সংবিধান পরিপন্থী।

বাম জোটের নেতারা আরও উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে ৪৮টি সংবিধানসংক্রান্ত প্রস্তাবের মধ্যে ৩০টিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে বলা হয়েছে এ তথ্যও সঠিক নয়; আসলে সব দলের একমত প্রস্তাব মাত্র ১১টির বেশি নয়।

এছাড়া বিবৃতিতে তারা লালদিয়ার চরে ডেনমার্কের কোম্পানিকে বন্দর নির্মাণ এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি গ্রহণের ঘোষণাও দিয়েছেন।

বিবৃতিতে সরকারের সমালোচনা করে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতিশীল হচ্ছে। মব সন্ত্রাস, নারীদের ওপর হেনস্থা, উগ্র মৌলবাদী কার্যক্রম, দিনে দুপুরে ফিল্মি কায়দায় হত্যাকাণ্ড সবই সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে। পাশাপাশি কারখানা বন্ধ হওয়া, শ্রমিক ছাঁটাই, বেঁচে থাকার উপায় সংকুচিত হওয়া এবং পতিত ফ্যাসিস্ট শক্তির গুপ্ত সন্ত্রাসী কার্যক্রম দেশজুড়ে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করছে।

বাম জোটের নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “সংবিধান সংশোধনের এখতিয়ার কেবল নির্বাচিত জাতীয় সংসদের। তাই দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করুন। দেশের বন্দরসহ জাতীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার এখতিয়ারবহির্ভূত কাজ থেকে বিরত থাকুন এবং আইনশৃঙ্খলা ও জনজীবনের সমস্যা সমাধানে উদ্যোগ নিন।”

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন