Friday, December 5, 2025

মনোনয়নপত্র বিতরণ সময়সীমা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করার ঘোষণা এনসিপির


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত আট দিনে ১,০১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে। শুরুতে মনোনয়নপত্র বিতরণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর দল এটি আরও সাত দিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, দলের লক্ষ্যমাত্রা তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা, যা আগামী কয়েক দিনে ইনশা আল্লাহ পৌঁছানো সম্ভব হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা জনগণের জনপ্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য মনোনয়নপত্র বিতরণ করছি। ইতিমধ্যে ১,০১১টি বিক্রি হয়েছে এবং মানুষের কাছ থেকে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, শিক্ষক সব ক্ষেত্র থেকে আবেদন আসছে। জনগণের আগ্রহ দেখে আমরা সময়সীমা বাড়িয়েছি।”

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এবং অনলাইনের মাধ্যমে।

এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবাদিকদেরও আহ্বান জানিয়ে বলেন, “যারা সংসদে জনগণের প্রতিনিধি হতে চান, তারা মনোনয়নপত্র সংগ্রহ করুন। কারণ, আপনারা সংসদে গিয়ে মজুরি, মালিকদের শোষণ-নিপীড়ন নিয়ে কথা বলতে পারবেন।”

তিনি আরও বলেন, “ইনশা আল্লাহ, আমরা পুরো বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আমরা দক্ষ ও যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। আমরা কোনো গডফাদার, চাঁদাবাজ বা সন্ত্রাসী পাঠাতে চাই না; শুধুমাত্র ভালো মানুষকেই পাঠাতে চাই।”

প্রতিটি মনোনয়নপত্রের দাম ১০,০০০ টাকা, তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল ৬ নভেম্বর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন