Monday, January 19, 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক আজ


ফাইল ছবিঃ প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির সাক্ষাৎ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধিদল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এই সাক্ষাতে সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দলটির উদ্বেগ ও অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। বিশেষ করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও আচরণ নিয়ে এনসিপির অবস্থান বিস্তারিতভাবে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা বলে জানিয়েছে এনসিপি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন