- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলের বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন আয়োজন এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকটি আনুষ্ঠানিক হলেও দুই নেতার মধ্যে এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত বছরের জুন মাসে যুক্তরাজ্যের লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে প্রথমবারের মতো একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত সেই বৈঠকের পর উভয় পক্ষ যৌথভাবে আলোচনা ফলাফল তুলে ধরেছিল।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পরপরই তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হলে দলের নেতৃত্বে পরিবর্তন আসে। এর পর ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে সংস্কার কার্যক্রম ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এই প্রেক্ষাপটে আজকের বৈঠককে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।