Tuesday, October 14, 2025

প্রবাসী আয়ে নতুন রেকর্ড: ১৬ দিনে এসেছে ১৪২ কোটি ডলার


ফাইল ফটোঃ কালেক্টেড

বাংলাদেশে বৈধ পথে প্রবাসী আয় আসার ধারা আরও জোরালো হয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ১৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭০ শতাংশ বেশি। এই তথ্য বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

গত বছরের এই সময়ে দেশে এসেছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার। চলতি বছরের এই প্রবৃদ্ধি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ এবং প্রণোদনার ইতিবাচক প্রভাবের ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বৈধ পথে দেশে এসেছে ৩০ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আগের অর্থবছর ২০২৩-২৪-এ এই আয় ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ।

প্রবাসী আয় ও রপ্তানি বাড়ার পাশাপাশি আমদানি তুলনামূলকভাবে কম থাকায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের চাহিদা কিছুটা কমেছে। এতে ডলারের দরও কিছুটা হ্রাস পেয়েছে। তবে এই দর স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে। গত রোববার ১৭ কোটি ১০ লাখ ডলার এবং পরবর্তী দুই দিনে আরও ৪৮ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে, বর্তমান পরিস্থিতিতে দেশে ডলারের দাম ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে থাকবে। বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংক ডলার কেনাবেচা করেছে ১২১ টাকা ২০ পয়সা থেকে ১২১ টাকা ৩০ পয়সায়। আগের দিন এই হার ছিল ১২০ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ২০ পয়সা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, এখন মুদ্রাবাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমদানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করার সময় এসেছে। বিশেষ করে বিলাসপণ্যের আমদানিতে বাড়তি শর্তগুলো তুলে দিলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন