Friday, December 5, 2025

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৭০ হাজার ছাড়াল


প্রতীকী ছবিঃ বাংলাদেশ নির্বাচন কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে দ্রুত বাড়ছে ভোটার নিবন্ধন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত অ্যাপটিতে মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫১০ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৫০ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ থাকায় নিবন্ধনের প্রতি আগ্রহ বাড়ছে। ইসির ওয়েবসাইটে প্রকাশিত ‘পোস্টাল ভোটিং’ আপডেটেও এ তথ্য উঠে এসেছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছেন সবচেয়ে বেশি ১৪ হাজার ২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫, কানাডায় ৭ হাজার ৮৭, জাপানে ৬ হাজার ৪৫২, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন নিবন্ধন করেছেন।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ডাকযোগে ভোটদানের ব্যবস্থা এবারই প্রথম চালু হওয়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে আগ্রহ দেখা যাচ্ছে।

সৌদি আরবসহ সাতটি দেশে অ্যাপে ভুল ঠিকানা ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল বলে জানিয়েছে ইসি। তবে আজকের মধ্যেই দেশগুলোতে পুনরায় নিবন্ধন চালুর আশা প্রকাশ করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক।

ইসি সূত্র জানায়, অনেক প্রবাসী ঠিকানা ইংরেজিতে না দেওয়া, পোস্ট কোড ফাঁকা রাখা বা বাধ্যতামূলক ঘর বাদ দেওয়ায় অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়। সঠিক ঠিকানা ছাড়া ব্যালট পেপার পাঠানো সম্ভব না হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “আগে অঞ্চলভিত্তিক সময় বেঁধে দেওয়া ছিল, কিন্তু পরে তা তুলে নেওয়া হয়েছে। এখন যে কোনো দেশের প্রবাসী যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন।”তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়ন দেশের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যার সুবিধা পাবেন প্রায় ১০ লাখ ভোটার।

প্রবাসী ভোটারদের নিজ দেশের ফোন নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। প্রথমে মোবাইলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সঠিক ঠিকানা দেওয়া বাধ্যতামূলক, যাতে ব্যালট পেপার পৌঁছাতে কোনো সমস্যা না হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন