Tuesday, October 14, 2025

পণ্যের HS কোড মিল না থাকলে দ্রুত খালাসের জন্য নতুন নির্দেশনা জারি করেছে এনবিআর


ফাইল ছবিঃ এনবিআর ভবন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে, যাতে আমদানি করা মালামালের খালাসে HS কোড বা পণ্যের বর্ণনায় ভিন্নতা থাকলেও দ্রুত সমাধান করা যায় এবং পণ্যচালান আটকে না থাকে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিস্তারিত জানানো হয়। এনবিআর জানিয়েছে, বন্ড লাইসেন্স বা প্রাপ্যতা শীট এবং আমদানি ঘোষণায় দেওয়া HS কোড অথবা পণ্যের বর্ণনা অনেক সময় কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত কোড বা বর্ণনার সঙ্গে পুরোপুরি মিলে না। এর ফলে শুল্কায়ন প্রক্রিয়া ধীরগতি হয় এবং পণ্য জাহাজীকরণে বিলম্ব ঘটে, যা ব্যবসা এবং দেশের রফতানি মানে প্রভাব ফেলে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, যদি ঘোষিত HS কোড ও কাস্টমস কর্তৃক নির্ধারিত কোডের প্রথম চার ডিজিট মিল থাকে, তাহলে প্রতিষ্ঠান একটি অঙ্গীকারনামা দিয়ে দ্রুত পণ্য খালাস করতে পারবে। কিন্তু যদি সম্পূর্ণ ভিন্ন কোড নির্ধারণ করা হয়, তাহলে সেই কোড বন্ড লাইসেন্সে সংযুক্ত করতে হবে এবং ‘Customs Bond Management System (CBMS)’ ব্যবহার করে সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে পণ্য খালাস করতে হবে।

এনবিআর আশা করছে, নতুন নির্দেশনার ফলে পণ্য বন্দরে আটকে থাকা, খালাসে দীর্ঘ সময় লাগা এবং রফতানিকারকদের অতিরিক্ত খরচের সমস্যা কমবে। পাশাপাশি এটি দেশের রফতানি কার্যক্রমকে আরও দ্রুত ও সাশ্রয়ী করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক প্রভাব ফেলবে।

নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকেও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন