Tuesday, October 14, 2025

“পিআর পদ্ধতিতে নির্বাচনই ন্যায়সংগত গণতন্ত্রের পথ” — চরমোনাই পীর


ছবিঃ ইসলামি শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

দেশে ইসলামি শক্তির উত্থানের জন্য এখন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “এই সময়টি ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতিকে এগিয়ে নেওয়ার সেরা সুযোগ। এজন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন অত্যাবশ্যক।”

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক ভোটব্যবস্থায় জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবং রাজনীতিতে বৈষম্য বাড়ে। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে। ছোট রাজনৈতিক দলগুলোকেও জাতীয় রাজনীতিতে প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে, তাহলেই স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে শ্রমিক-মালিকের মধ্যে ন্যায়ভিত্তিক সম্পর্ক থাকবে, কেউ ক্ষুধায় কাতর হবে না। শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামি নীতির বিকল্প নেই। ইসলামি আন্দোলনই পারে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন।

শ্রমিকদের দাবি-দাওয়া বাস্তবায়নে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে ভূমিকা রাখবে বলে নেতারা অঙ্গীকার ব্যক্ত করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন