Tuesday, October 14, 2025

পিআর পদ্ধতি চালুর অনুকূল পরিবেশ নেই: বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন


ছবিঃ জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্যসচিব আনিছুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে বর্তমানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতি চালুর কোনো অনুকূল পরিবেশ নেই। তিনি অভিযোগ করেন, এক শ্রেণির মানুষ ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সময় বিলম্বিত করতে এ ধরনের প্রস্তাব তুলছেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্যসচিব আনিছুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, “যাঁরা জনগণের নামে পিআর পদ্ধতির দাবি তুলছেন, তাঁদের উচিত নির্বাচনে অংশ নিয়ে সংসদে গিয়ে সে বিষয়ে উদ্যোগ নেওয়া। বিএনপি বিদ্যমান নির্বাচন পদ্ধতির ওপরই আস্থা রাখে।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর বিএনপি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”

শোকসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, “বিএনপির প্রতীক নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা প্রয়াত আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, আনিছুর রহমান গত বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন