Tuesday, October 14, 2025

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত ঘোষণাঃ বাণিজ্য উপদেষ্টা


ছবিঃ পেঁয়াজ (সংগৃহীত)

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজিত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত আমদানি কার্যক্রম শুরু করা হবে। যে দেশ থেকে সস্তায় পেঁয়াজ পাওয়া যাবে, সেখান থেকেই আমদানির উদ্যোগ নেওয়া হবে।”

নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের উত্তরে শেখ বশির উদ্দীন জানান, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো রয়েছে, যদিও বিচ্ছিন্ন কিছু সংকট আছে। তবে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নেওয়া উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করছি এই ঘাটতি আরও কমবে, তবে এটি আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এ বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যারা আমাদের ওপর শুল্কারোপ করেছে, তারা এ সিদ্ধান্ত নেবে।”

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে তিনি জানান, ভারতীয় বাণিজ্য মন্ত্রীকে চিঠি পাঠানো হলেও এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে কাজ চলছে।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ নিয়ে তিনি বলেন, “ভারতের নিষেধাজ্ঞার কারণে রপ্তানি লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।”

শেখ বশিরউদ্দীন আরও উল্লেখ করেন, “ভারতের সঙ্গে আমাদের অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে, ব্যবসায়ীরা কীভাবে তা মোকাবিলা করছেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার, তবে এ ক্ষেত্রে কোনো বড় সমস্যা দেখা দিচ্ছে না।”

সরকার আশা করছে, এসব পদক্ষেপের মাধ্যমে দেশীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে এবং রপ্তানি লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন