Tuesday, October 14, 2025

পবিপ্রবিতে চতুর্থ দিনের মতো এএইচ শিক্ষার্থীদের আন্দোলন, দাবি কম্বাইন্ড ডিগ্রি


ছবিঃ পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা (সংগৃহীত)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল হাজবেন্ড্রি (এএইচ) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরিশাল ক্যাম্পাসে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।

আন্দোলনে লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত সব বর্ষের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কণ্ঠে একই স্লোগান—“কম্বাইন্ড, কম্বাইন্ড।”

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু বরকতুল্লাহ বলেন, “প্রাণীসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির জন্য এএইচ এবং ডিভিএম একত্রে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। বাস্তব চাহিদা এবং চাকরির সুযোগ বিবেচনায় এই ডিগ্রির গুরুত্ব অপরিসীম।”

আরেক শিক্ষার্থী রুফাইদা জেরিন জানান, “নারী শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরিতে সুযোগ সীমিত হয়ে পড়ছে। কম্বাইন্ড ডিগ্রি চালু হলে এই সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে।”

জানা গেছে, গত মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ রেখেছেন এ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা নিয়মিতভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং জানিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবি, প্রাণীসম্পদ উন্নয়ন এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে একটি যুগোপযোগী ও বাস্তবভিত্তিক কম্বাইন্ড ডিগ্রি সময়ের দাবি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, ছাত্রদের এই যৌক্তিক দাবি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়া।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন