Tuesday, October 14, 2025

পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুরকে তিন দিন রিমান্ড


ফাইল ছবিঃ অভিনেতা সিদ্দিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

রাজধানীর গুলশান থানায় দায়ের করা পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিন রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই অনুমতি দিয়েছে।

পুলিশ আজ দুপুরে আদালতে আবেদন করে তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার জন্য, তবে আদালত শুনানি শেষে তিন দিন রিমান্ডে রাখার অনুমতি দেয়। এ মামলার আগে সিদ্দিকুরকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে তাকে টানাহিঁচড়ে নিয়ে যাওয়া এবং জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে পুলিশে সোপর্দ করার দৃশ্য দেখা যায়। এরপর তাঁকে জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন