- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | খাগড়াছড়ির:
খাগড়াছড়ির সদর উপজেলার সবুজবাগ এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তি মো. আক্তার হোসেন ও মো. সাহাব আলীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
সুজন চন্দ্র রায় জানান, ঘর নির্মাণের উদ্দেশ্যে অনুমোদন ছাড়াই প্রায় ৫০ ফুট উঁচু পাহাড়ের অংশ কেটে ফেলেছেন অভিযুক্তরা। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জরিমানার অর্থ অনাদায়ে তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া হবে।