- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের শমিত সোম নেপাল সফরে থাকছেন না।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, হামজা লেস্টারের একটি চোটের কারণে নিজ ক্লাবের পরামর্শে নেপাল সফরে যাচ্ছেন না। এছাড়া ক্লাবের ব্যস্ততার কারণে শমিতও সফরে অংশগ্রহণ করতে পারছেন না।
নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৬তম, বাংলাদেশ ১৮৪তম। দুই দলই এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে ম্যাচগুলো খেলবে।
বাংলাদেশের স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর, এবং ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। সফরে অংশ নেওয়া অন্য খেলোয়াড়রা হলেন—গোলরক্ষক সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন; ডিফেন্ডার মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন; মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম; ফরোয়ার্ড আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।
বাংলাদেশ জাতীয় দল আজ দুপুরে নেপালের উদ্দেশে ফ্লাইটে উড়ার কথা ছিল, তবে বিমানের সময়সূচি পরিবর্তনের কারণে নতুন ফ্লাইট নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টায়।
নেপাল সফরের পর অক্টোবর মাসে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ম্যাচে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে। বর্তমানে দুই ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট অর্জন করেছে এবং গ্রুপে অবস্থান তৃতীয়।