Tuesday, October 14, 2025

ছয় বছরের প্রচেষ্টার পর টেসলার ‘ডোজো’ প্রকল্প বন্ধ, নতুন পথে এআই বিনিয়োগ


ছবিঃ ব্রাইস ডারবিন (সংগৃহীত । টেকক্রাঞ্চ )

স্টাফ রিপোর্টার | PNN: 

টেসলার বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুপারকম্পিউটার ‘ডোজো’ অবশেষে বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। আগস্ট ২০২৫-এ ইলন মাস্ক ঘোষণা দেন, বহু বছর ধরে প্রচারিত এই প্রকল্প আর এগোবে না। একে তিনি আখ্যা দেন— “একটি বিবর্তনীয় অচলপথ”।

ডোজো চালুর লক্ষ্য ছিল টেসলার স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি ও রোবোট্যাক্সি প্রকল্পকে এগিয়ে নেওয়া। প্রতিষ্ঠানটি নিজস্ব চিপ তৈরি করে সুপারকম্পিউটারের শক্তি ব্যবহার করতে চেয়েছিল, যাতে ব্যয়বহুল ও সীমিতসংখ্যক এনভিডিয়া জিপিইউর ওপর নির্ভরশীল না হতে হয়। তবে প্রত্যাশিত সাফল্য অর্জন না করায় এবং নতুন প্রজন্মের AI6 চিপ উন্নয়নে স্যামসাংয়ের সঙ্গে চুক্তি করার পর ডোজো প্রকল্পকে অকার্যকর ঘোষণা করে টেসলা।

প্রকল্পটি বন্ধের ফলে এর প্রধান কর্মকর্তা পিটার ব্যাননসহ প্রায় ২০ জন প্রকৌশলী টেসলা ছেড়ে নতুন এআই চিপ স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন। বিশ্লেষকদের মতে, দক্ষ জনবল হারানোই ডোজোর অন্যতম বড় ধাক্কা ছিল।

তবে এটি টেসলার এআই যাত্রার সমাপ্তি নয়। প্রতিষ্ঠান ইতিমধ্যেই টেক্সাসে ‘কোর্টেক্স’ নামের আরেকটি শক্তিশালী সুপারকম্পিউটার ক্লাস্টার তৈরি করেছে, যা নতুন প্রজন্মের স্বয়ংচালিত সফটওয়্যার ও মানবাকৃতির রোবট অপ্টিমাস প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে।

ইলন মাস্ক বলেন, “ডোজো-২ বন্ধ হলেও এর উত্তরসূরি রূপে এআই৬ প্রযুক্তি এগিয়ে যাবে, যা টেসলার ভবিষ্যৎ এআই-চালিত প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করবে।”

শিল্প বিশেষজ্ঞদের মতে, ডোজো ব্যর্থ হলেও টেসলার এআই বিনিয়োগ বন্ধ হয়নি; বরং তারা এখন বহিরাগত অংশীদারদের সঙ্গে সমন্বিত পথে হাঁটছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন