- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে জোরপূর্বক ভাঙার নির্দেশ না দেওয়ায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রি-মার্কেট লেনদেনে প্রযুক্তি জায়ান্টটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পায়।
বিচারক অমিত মেহতা রায়ে জানিয়েছেন, গুগল ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে। তবে ডিভাইস নির্মাতা ও ব্রাউজার ডেভেলপারদের সঙ্গে কিছু একচেটিয়া চুক্তি করা থেকে প্রতিষ্ঠানটিকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অ্যাপলসহ অন্যান্য অংশীদারকে অর্থ দিয়ে সার্চ ইঞ্জিন প্রদর্শনের সুযোগ রাখার অনুমতিও বহাল থাকবে।
বিশ্লেষকরা বলছেন, এই রায় গুগলের জন্য “স্ট্যাটাস কু’ বজায় রাখার মতো জয়।” অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের দায় প্রমাণিত হলেও ভাঙনের মতো কঠোর শাস্তি না হওয়ায় প্রতিষ্ঠানটির জন্য এটি বড় সুবিধা। এর ফলে গুগল-অ্যাপলের অংশীদারিত্ব আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ভবিষ্যতের আইফোনে গুগলের জেমিনি এআই সংযুক্ত হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।
অ্যানালিস্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত অ্যালফাবেটের শেয়ারমূল্যের ওপর চাপ কমাবে, কারণ দীর্ঘদিন ধরে জোরপূর্বক বিভাজনের আশঙ্কায় প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম দামে লেনদেন হচ্ছিল।
এ বছর এখন পর্যন্ত অ্যালফাবেটের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ১১.৭ শতাংশ, যা অ্যামাজনের তুলনায় ভালো হলেও মেটা ও মাইক্রোসফটের তুলনায় কিছুটা পিছিয়ে।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন সরকার গুগলের বিরুদ্ধে মামলা করে অভিযোগ তোলে যে, ডিভাইস নির্মাতা ও ব্রাউজার কোম্পানির সঙ্গে একচেটিয়া চুক্তি করে প্রতিষ্ঠানটি সার্চ বাজারে অবৈধভাবে আধিপত্য বজায় রেখেছে। যদিও গত বছর বিচারক গুগলকে প্রতিযোগিতা আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন, তিনি ভাঙনের নির্দেশ দেননি। কারণ হিসেবে তিনি এআই টুলস যেমন চ্যাটজিপিটির উত্থানকে ভবিষ্যতের প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করেছিলেন।