- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ আন্তর্জাতিক ডেস্ক |
গাজা সিটিতে অব্যাহত ইসরায়েলি সামরিক হামলায় মঙ্গলবার অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সহায়তা চাইতে গিয়ে জীবন হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। এক মিলিয়নের বেশি মানুষের বসবাস করা এ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ আল-সাবরা এলাকায়, যা কয়েকদিন ধরেই হামলার শিকার। ফিলিস্তিনিরা এখন একইসঙ্গে বিমান হামলা ও ক্ষুধার্ত অবস্থার মধ্যে টিকে থাকার লড়াই চালাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন আরও ১৩ জন, যা যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা ৩৬১-এ পৌঁছেছে। এর মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে ২২ আগস্ট দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে।
মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হন, যাদের মধ্যে ৭ শিশু ছিল। এই অঞ্চলকেই আগে তথাকথিত “নিরাপদ এলাকা” ঘোষণা করেছিল ইসরায়েল।
প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক মাধ্যমে শিশুদের মরদেহ ও রক্তমাখা পানির কলসির ছবি প্রকাশ করেন। তিনি বলেন, “তারা শুধু পানি আনতে লাইনে দাঁড়িয়েছিল। সেই জীবন খোঁজার প্রচেষ্টাই পরিণত হলো নতুন হত্যাযজ্ঞে।”
এছাড়া গাজা সিটিতে আল-আফ পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে যুদ্ধের “সিদ্ধান্তমূলক ধাপ” বলে উল্লেখ করলেও, আন্তর্জাতিক মহলের নিন্দার মধ্যেই এই হামলা আরও তীব্রতর হচ্ছে।