Tuesday, October 14, 2025

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় এক দিনে শতাধিক নিহত, সহায়তা চাইতে গিয়ে প্রাণ হারালেন বহু মানুষ


ছবিঃ এক ফিলিস্তিনি যুবক ২ সেপ্টেম্বর ২০২৫ ভোরে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত এক আত্মীয়ের মরদেহের পাশে শোক প্রকাশ করছেন। স্থান: আল-শিফা হাসপাতাল (সংগৃহীত । আল জাজিরা । ওমর আল-কাত্তা/এএফপি )

PNN নিউজ আন্তর্জাতিক ডেস্ক |

গাজা সিটিতে অব্যাহত ইসরায়েলি সামরিক হামলায় মঙ্গলবার অন্তত ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সহায়তা চাইতে গিয়ে জীবন হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। এক মিলিয়নের বেশি মানুষের বসবাস করা এ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ আল-সাবরা এলাকায়, যা কয়েকদিন ধরেই হামলার শিকার। ফিলিস্তিনিরা এখন একইসঙ্গে বিমান হামলা ও ক্ষুধার্ত অবস্থার মধ্যে টিকে থাকার লড়াই চালাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন আরও ১৩ জন, যা যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা ৩৬১-এ পৌঁছেছে। এর মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে ২২ আগস্ট দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে।

মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হন, যাদের মধ্যে ৭ শিশু ছিল। এই অঞ্চলকেই আগে তথাকথিত “নিরাপদ এলাকা” ঘোষণা করেছিল ইসরায়েল।

প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক মাধ্যমে শিশুদের মরদেহ ও রক্তমাখা পানির কলসির ছবি প্রকাশ করেন। তিনি বলেন, “তারা শুধু পানি আনতে লাইনে দাঁড়িয়েছিল। সেই জীবন খোঁজার প্রচেষ্টাই পরিণত হলো নতুন হত্যাযজ্ঞে।”

এছাড়া গাজা সিটিতে আল-আফ পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে যুদ্ধের “সিদ্ধান্তমূলক ধাপ” বলে উল্লেখ করলেও, আন্তর্জাতিক মহলের নিন্দার মধ্যেই এই হামলা আরও তীব্রতর হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন