Tuesday, October 14, 2025

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ: ব্যবসা সমৃদ্ধ হলে করও স্বাভাবিকভাবে বাড়বে, জোরপূর্বক আদায় নয়


ছবিঃ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সংবাদ সম্মেলন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

রাজস্ব কর্মকর্তাদের সতর্ক করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর আদায় জোর করে বা ধমক দিয়ে করা উচিত নয়; বরং ব্যবসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে কর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফল উদযাপন’ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া অর্থনীতির এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ব্যবসা সমৃদ্ধ হলে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করবেন। তিনি আরও বলেন, ডিজিটালাইজেশন ও সেবা প্রদান হলো বিএসডব্লিউ প্রকল্পের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ইস্যু করা হয়েছে, যার মধ্যে ৮৪ শতাংশ এক ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশ এক দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া বিগত করবর্ষে সর্বোচ্চ ই-রিটার্ন দাখিলকারী ৫ করদাতাকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন