Tuesday, October 14, 2025

অপতথ্য মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান


ঢাকা, ২৫ জুন ২০২৫:

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও বিভ্রান্তি ছড়ানো অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মেটা কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “অপতথ্য একটি বড় সমস্যা। একটি ভুল তথ্য বা শব্দ বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এটি ইচ্ছাকৃতভাবেও করা হয়ে থাকে। আপনাদের অবশ্যই কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার।

সাইমন মিলনার জানান, মেটা আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য আমাদের একটি নিবেদিত টিম কাজ করছে। আমরা বিভিন্ন সরকারি সংস্থা ও মানবাধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করেছি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে ব্যবসার প্রবৃদ্ধির সুযোগ থাকলেও, যদি নৈতিক মানদণ্ড না মানা হয় তবে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মেটার এআই প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, “মেটার এলএলএম ও এআই মডেল এখনও ইংরেজিনির্ভর, যা বাংলাদেশের বাস্তবতায় সহায়ক নয়।”

এর আগের দিন মঙ্গলবার মেটার কর্মকর্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে বাংলা ভাষাভিত্তিক এলএলএম, অনুভূতি বিশ্লেষণ প্রযুক্তি এবং ভুয়া তথ্য শনাক্তকরণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এছাড়াও, বাংলা ভাষা, সংস্কৃতি ও সামাজিক সংবেদনশীলতা বোঝে এমন স্থানীয় কনটেন্ট পর্যালোচক নিয়োগের মাধ্যমে প্ল্যাটফর্মে কমিউনিটি গাইডলাইন বাস্তবায়নকে আরও কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে দেশের অভ্যন্তরে ক্যাশ সার্ভারএজ রাউটার স্থাপনের অনুরোধও জানানো হয়, যাতে ইন্টারনেট সেবা আরও দ্রুত ও নিরাপদ হয় এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশ পুলিশ এবং বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অনুরোধ করেন, যেন ক্ষতিকর পোস্ট দ্রুত সরানোর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হয়। পাশাপাশি হুমকি শনাক্তকরণ, অপরাধ প্রবণতা চিহ্নিতকরণ, গুজব, মব সন্ত্রাস ও আত্মহত্যার পূর্বাভাস সংক্রান্ত বিষয়ে মেটার আরও সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

সূত্র: Chief Advisor, GOB Office

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন