- ১৩ অক্টোবর, ২০২৫
শাকিল আহমেদ, খুলনা প্রতিনিধি: ২৮ নং ওয়ার্ডে ডেংগু, করোনা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর শাহিনুর জামান। সভায় ওয়ার্ডবাসীর স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেংগুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও রয়ে গেছে। তাই ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতা বাড়াতে নিচের উদ্যোগসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়:
ডেংগু ও করোনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং করে জনগণকে সতর্ক করা, জুমার খুতবায় স্থানীয় ইমামদের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আলোচনা, স্কুল, কোচিং ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক চিঠি পাঠানো, এলাকার মোড়ে মোড়ে পথসভা আয়োজন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এলাকাবাসীর সমস্যা ও করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাসাবাড়ির বর্জ্য নিয়মিত অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, ডাস্টবিন স্থাপন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন: মোল্লা মোহাম্মাদ আলী – সচিব, ২৮ নং ওয়ার্ড, মশিউর রহমান নান্নু, সিরাজ বিন ইয়াকুব, আসাদুজ্জামান, শাকিল আহমেদ, জিয়াউল হাসান, হাসনাত রহমান, শিমুল শিকদার, নাজনীন নাহার ডলি প্রমুখ। সভাপতি শাহিনুর জামান সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।