Tuesday, October 14, 2025

অপরাধী তার অপরাধেই চিহ্নিত হবে, দলীয় পরিচয়ে নয় – বাকৃবি ছাত্রদল আহ্বায়ক আতিক


ছবিঃ কৃষিবিদ মোঃ আতিকুর রহমান আহ্বায়ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল (সংগৃহীত)

PNN প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের আহ্বায়ক আতিক বলেন—“আমরা যে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। মানুষের জীবন নিয়ে রাজনীতি করা একটি ভয়াবহ অমানবিক প্রবণতা, যা আমরা কখনোই বরদাশত করতে পারি না।”

তিনি বলেন, আজকের বাংলাদেশে দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু গোষ্ঠী পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডকেও রাজনৈতিক রঙে রাঙিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। কিন্তু ছাত্রদল বিশ্বাস করে— অপরাধী তার অপরাধেই চিহ্নিত হবে, কোনো দলীয় পরিচয়ে নয়। আতিক বলেন, “ন্যায়বিচারের পথ রক্তচিহ্নে নয়, সত্যচিহ্নে চেনা উচিত। রাজনীতি যদি ন্যায়ের পক্ষে না দাঁড়ায়, তবে সেটিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।” তিনি আরও বলেন, “হত্যাকারীর পরিচয় কোনো রাজনৈতিক ব্যানারে নয়, তার বর্বর কর্মকাণ্ডেই স্পষ্ট। আমরা নিরপেক্ষ তদন্ত ও দলমত নির্বিশেষে বিচার দাবি করছি।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন