Monday, January 19, 2026

ওসমান হাদির ওপর হামলা: আসামি ধরতে ব্যর্থতায় ক্ষুব্ধ তিন দলের গণতান্ত্রিক জোট


ছবিঃ জোট ঘোষণার অনুষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িতদের এখনো গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের গণতান্ত্রিক সংস্কার জোট। একই সঙ্গে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তার কথাও তুলে ধরেছেন জোটের নেতারা।

বুধবার সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত জোটের এক জরুরি সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে জেলা ও আসনভিত্তিক প্রতিরোধ কাঠামো গড়ে তুলে ফ্যাসিবাদী শক্তির ‘প্রক্সি’দের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থান নেওয়া হবে।

সভায় ওসমান হাদির ওপর হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা দাবি করা হয়। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে তার সমালোচনা করা হয়। সভার শুরুতে হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।

জোট নেতারা আলোচনায় বলেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা নানাভাবে রাজনৈতিকভাবে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে—এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ সভায় পর্যালোচনা করা হয়েছে। এ প্রেক্ষাপটে এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দল সমন্বিতভাবে নগর, জেলা ও তৃণমূল পর্যায়ে সভা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের জন্য যৌথ প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জোটের রাজনৈতিক ইশতেহার প্রণয়ন, ব্র্যান্ডিং ও প্রচারকৌশল নির্ধারণে দুটি পৃথক উপকমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয়।

গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহসভাপতি সাইদুল খন্দকারসহ তিন দলের কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন