Monday, January 19, 2026

ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক দলগুলোর শোক, হত্যার বিচার দাবি


ছবিঃ শরিফ ওসমান হাদি, বিএনপি, জামাত ও এনসিপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলগুলো।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পৃথক বিবৃতি ও শোকবার্তায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ একাধিক সংগঠন প্রতিক্রিয়া জানায়।

বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে দলটি গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে ওসমান হাদিকে সাহসী ও আপসহীন একজন রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করেন। তিনি নিহতের পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শোকবার্তায় জানায়, দলের একজন সহযোদ্ধাকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করে দলটি।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে—হত্যাকারী থেকে শুরু করে পরিকল্পনাকারী পর্যন্ত—আইনের আওতায় আনতে রাষ্ট্রের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।

এদিকে ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ ও শোক প্রকাশে জুলাই ঐক্যের পক্ষ থেকে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন