- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গভীর রাত পর্যন্ত ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা বুলডোজার ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত কার্যালয়টিতে ভাঙচুর শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এই ঘটনায় ভোর চারটার দিকে ভবনটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের একাধিক এলাকায় মিছিল বের করেন জুলাই মঞ্চ ও এনএসিপির নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা হত্যার বিচার, রাজনৈতিক দমননীতি বন্ধ এবং আধিপত্যবাদবিরোধী নানা স্লোগান দেন।
বিক্ষোভ শুরুর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে রাজশাহীবাসী ও শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান জানান। ওই পোস্ট ঘিরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন।
রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ জোরালো আকার ধারণ করে। সেখান থেকে আন্দোলনকারীরা কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে সেখানে বুলডোজার এনে ভবনটি ভাঙা শুরু করা হয়।
এ ঘটনায় গভীর রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হাদি হত্যার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ঘটনার বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে সামনে আরও কর্মসূচি আসতে পারে।