- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে। কমিশন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে, যেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
জুলাইয়ে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হলেও, বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। এ কারণে সনদটি কার্যকর হচ্ছে না। কমিশন ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসলেও তিন দিন আলোচনার পরও সমাধান বের করতে পারেনি।
বিশেষজ্ঞরা ইতিমধ্যে কমিশনকে জানিয়েছেন, সংস্কারগুলো টেকসইভাবে বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো গণভোট বা গণপরিষদের মাধ্যমে। তবে বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। কমিশন সরকারের কাছে এই বিষয়ে একাধিক সুপারিশ পাঠাবে।
রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি আগামী সংসদের মাধ্যমে সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের পক্ষে। জামায়াতে ইসলামী সংবিধান আদেশ জারি ও গণভোটের মাধ্যমে বাস্তবায়ন চায়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ গঠনের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন প্রভৃতি দল সংবিধান সংস্কার সভা গঠনের প্রস্তাব দিয়েছে। কিছু দল সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাবও করেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে। কমিশনের লক্ষ্য ১৫ অক্টোবরের মধ্যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা।