Tuesday, October 14, 2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করলো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি


ছবিঃ রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ নতুন কর্মসূচি ঘোষণা করেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১-৯ অক্টোবর গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। দলটি জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে এই কর্মসূচি চালাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন