Tuesday, October 14, 2025

কায়সার কামাল: পিআর পদ্ধতির নামে জামায়াত দেশের ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে


ছবিঃ নেত্রকোনার কলমাকান্দায় দুর্গাপূজায় অংশ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা কায়সার কামাল। মঙ্গলবার দুপুরে উপজেলার চানপুর এলাকায় রামকৃষ্ণ মিশনে (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চানপুরে রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠানে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল অভিযোগ করেছেন, পিআর পদ্ধতির নামে জামায়াতে ইসলামী দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছেন এবং সেই ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে কায়সার কামাল কুমারী পূজার মাধ্যমে নারীশক্তিকে সম্মান জানানো ও ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বেও গুরুত্বারোপ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন