- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চানপুরে রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠানে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল অভিযোগ করেছেন, পিআর পদ্ধতির নামে জামায়াতে ইসলামী দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছেন এবং সেই ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে কায়সার কামাল কুমারী পূজার মাধ্যমে নারীশক্তিকে সম্মান জানানো ও ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বেও গুরুত্বারোপ করেন।