Friday, December 5, 2025

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে জালিয়াতি: তদন্ত কমিটি গঠন অর্থ মন্ত্রণালয়ের


প্রতীকী ছবিঃ জাতীয় সঞ্চয়পত্র (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জাতীয় সঞ্চয় অধিদফতরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) সিস্টেমে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের জন্য অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন, পরিকল্পনা ও টিডিএম) মো. হাসানুল মতিনকে প্রধান করে গঠিত এই কমিটিতে আরও রয়েছেন: জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউল আবেদীন, যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, সিআইডির একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), এবং  অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একজন যুগ্ম সচিব।

তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি দোষীদের শনাক্ত করে শাস্তির সুপারিশ করতে হবে। এছাড়া ভবিষ্যতে এনএসসি সিস্টেমে এ ধরনের জালিয়াতি রোধে করণীয়ও প্রস্তাব করতে হবে।

স্মরণযোগ্য, সম্প্রতি জাতীয় সঞ্চয় অধিদফতরের এনএসসি সার্ভার ব্যবহার করে একটি বড় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে, যা দেশের আর্থিক নিরাপত্তার জন্য একটি সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কমিটির প্রতিবেদন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এনএসসি সিস্টেমের নিরাপত্তা আরও দৃঢ় করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিহত করা যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন