Tuesday, October 14, 2025

নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব যুব সমাজের হাতে, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি আস্থা: হেলাল


ছবিঃ জামায়াতে ইসলামীরের যুব সমাবেশ (সংগৃহীত)

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশালের মহানগরীর যুব বিভাগের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, দেশের জনগণ এবার নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিচ্ছে এবং আগামী নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামের প্রতি আস্থা প্রদর্শন করবে।

হেলাল বলেন, “দেশের জনগণের মনের স্পন্দন বুঝতে হবে। জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। সম্প্রতি দেশের বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যুব সমাজই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আগামী নির্বাচনে বিভিন্ন প্রভাব বা চাপ থাকা সত্ত্বেও যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন করা এবং গণহত্যাকারীদের বিচার করে অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজন করা প্রয়োজন। ইসলামের ইতিহাসে যুব সমাজের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি বাংলাদেশের যুবকরাও দেশের পরিবর্তনের শক্তি।”

সমাবেশে মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবাল সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। এছাড়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুবনেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান এবং হাসিবুর রহমান অনিক প্রমুখও বক্তব্য রাখেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন