Tuesday, October 14, 2025

সার্বিয়ায় সমালোচনার মুখে গ্রিসে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন নোভাক জোকোভিচ


ফাইল ছবিঃ নোভাক জোকোভিচ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা ও ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ পরিবারসহ গ্রিসে নতুন জীবন শুরু করার পথে। ইতোমধ্যে তিনি তাঁর সন্তানদের একটি গ্রিক বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

সার্বিয়ার জাতীয় নায়ক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত জোকোভিচ সম্প্রতি নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েন। কারণ, তিনি শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জোকোভিচকে ‘ভুয়া দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে তাঁকে কথিত ‘কালার রেভলিউশন’ সমর্থনের অভিযোগে অভিযুক্ত করছে।

গত বছরের ডিসেম্বরে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুর্নীতি ও রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নামে। জোকোভিচ তখন সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “যুবসমাজের শক্তি ও তাদের স্বপ্নে আমি বিশ্বাস করি। তাদের কণ্ঠস্বর শোনা অত্যন্ত জরুরি। সার্বিয়ার সবচেয়ে বড় শক্তি হলো এর শিক্ষিত তরুণ প্রজন্ম।”

তিনি শুধু অনলাইনে নয়, বাস্তবেও প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে একটি জয় উৎসর্গ করেছিলেন এক আহত শিক্ষার্থীর নামে, বেলগ্রেডে এক বাস্কেটবল ম্যাচে অংশ নেন ‘স্টুডেন্টস আর চ্যাম্পিয়নস’ লেখা জামা পরে, এমনকি সামাজিক মাধ্যমে বিক্ষোভের ছবিও শেয়ার করেছিলেন।

এই অবস্থায় ক্রমবর্ধমান চাপ ও সমালোচনার মুখে নিজের পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবেই তিনি গ্রিসে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন