Tuesday, October 14, 2025

হংকংকে হারালেও নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশ, এশিয়া কাপে সুপার ফোর দৌড়ে চাপ বাড়ল


ছবিঃ লিটন দাস (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় পেল বাংলাদেশ। তবে প্রত্যাশিত বড় ব্যবধানে জিততে না পারায় নেট রানরেটের হিসাবেই থেকে গেল হতাশা। আফগানিস্তান যেখানে হংকংকে ৯৪ রানে হারিয়েছিল, সেখানে বাংলাদেশকে জিততে হয়েছে অনেক ঘাম ঝরিয়ে, ১৮তম ওভারেই। টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই সাফল্য পেলেও পরের উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে। জিশান আলী ও নিজাকাত খানের ধীরস্থির জুটিতে হংকং ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪৩ রান। বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন তানজিম হাসান সাকিব (২/২১), রিশাদ (২/৩১) ও তাসকিন আহমেদ (২/৩৮)। জয়ের লক্ষ্য ছিল শুধু ম্যাচ শেষ করা নয়, যত দ্রুত সম্ভব শেষ করা। ওপেনার পারভেজ হোসেন আক্রমণাত্মক শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি (১৯ রান)। তানজিদও ব্যর্থ (১৪ রান)। তবে অধিনায়ক লিটন দাস সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৯ বলে ৫৯ রান করেন। তাঁর সঙ্গে হৃদয়ের ৬৯ বলে ৯৫ রানের জুটি দলকে জয়ের পথে এগিয়ে নেয়। লিটন আউট হলেও হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। যদিও ম্যাচ জিতে সমর্থকেরা খুশি, তবুও আফগানিস্তানের তুলনায় কম ব্যবধানে জেতায় রানরেটের চাপ থেকে গেল লাল-সবুজ শিবিরে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিতলেও নেট রান রেটে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নেওয়ার দৌড়ে এখন আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে ঘিরেই তৈরি হয়েছে ‘গ্রুপ অব ডেথ’। হংকংয়ের বিপক্ষে তাই রান রেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তিন দলই। শ্রীলঙ্কা এখনো তাদের মুখোমুখি হয়নি, আর বাংলাদেশ সুযোগ পেয়েও রান রেট বাড়াতে পারেনি। অন্যদিকে আফগানিস্তান হংকংকে ৯৪ রানে হারিয়ে নেট রান রেটে অনেক এগিয়ে গেছে। তাদের রান রেট এখন ৪.৭০০, যেখানে বাংলাদেশের মাত্র ১.০০১। অনেক বিশ্লেষক এর জন্য দায়ী করছেন তাওহীদ হৃদয়ের তুলনামূলক ধীর ব্যাটিংকে। তবে ভিন্ন মত দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তার দাবি, সবকিছুই ছিল পরিকল্পনার অংশ, মূল লক্ষ্য ছিল ম্যাচ জেতা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ চাপ নিয়ে নয়, স্বাভাবিকভাবে খেলেই সেমিফাইনালে যেতে চায়। হৃদয়ের ভাষায়, “রান রেট নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানো। শুরুতেই বিষয়গুলো জটিল করার দরকার নেই। যদি ওই দুই দলকে হারাতে পারি, তবে রান রেট কোনো ফ্যাক্টর হবে না। আগে থেকে বেশি চিন্তা করলে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। আমরা নিজেদের প্রসেস মেনে খেলতে চাই, বাকিটা আল্লাহর হাতে।” তিনি আরও যোগ করেন, “আমরা চাইলে আরও আগে ম্যাচ শেষ করতে পারতাম, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেছি। মূলত জয়ের নিশ্চয়তা ছিল আমাদের অগ্রাধিকার। ম্যাচ হাতছাড়া না হয়, সেটাই নিশ্চিত করতে চেয়েছি।”

সংক্ষিপ্ত স্কোর

  • হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (নিজাকাত ৪২, জিশান ৩০, ইয়াসিম ২৮; তানজিম ২/২১, রিশাদ ২/৩১, তাসকিন ২/৩৮)

  • বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ (লিটন ৫৯, হৃদয় ৩৫*, পারভেজ ১৯, তানজিদ ১৪; আতিক ২/১৪)

  • ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

  • ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন