- ১৩ অক্টোবর, ২০২৫
দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শেষ, আবারও মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই উইকেন্ডে নজর থাকবে নতুন তারকাদের অভিষেক, এক পরিচিত মুখের নতুন যাত্রা এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে চাপের ম্যানচেস্টার ডার্বির দিকে।
অ্যালেকজান্ডার ইসাক, আলেহান্দ্রো গার্নাচো, জিয়ানলুইজি ডোনারুমা ও নিক ভল্টেমাডেসহ বেশ কয়েকজন খেলোয়াড় নতুন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে পারেন। অন্যদিকে টটেনহ্যাম হটস্পারকে দীর্ঘদিন পর শিরোপা এনে দেওয়ার পর বরখাস্ত হওয়া আঞ্জে পোস্টেকোগলু এই সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের কোচ হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। কঠিন সূচনা তার অপেক্ষায়, কারণ প্রথম ম্যাচেই তাকে মুখোমুখি হতে হবে আর্সেনালের বিপক্ষে।
ম্যানচেস্টারেও উত্তাপ তুঙ্গে। সিটি ও ইউনাইটেড উভয়েরই মৌসুমের শুরুটা হতাশাজনক, তাই এত্তিহাদে মুখোমুখি লড়াই দুই কোচ পেপ গার্দিওলা ও রুবেন আমরিমের জন্য হয়ে উঠেছে মর্যাদার লড়াই।
অন্যদিকে ইউনাইটেড ছেড়ে নতুন ক্লাবে সুযোগ খুঁজছেন দুই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড—জাদন সানচো (অ্যাস্টন ভিলা) ও গার্নাচো (চেলসি)। উভয়েই শনিবার প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন, সানচো ভিলা জার্সিতে এভারটনের বিপক্ষে, আর গার্নাচো চেলসির হয়ে ব্রেন্টফোর্ডের মাঠে। নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এটাই বড় সুযোগ।
এছাড়া ১২৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ডমূল্যে লিভারপুলে যোগ দেওয়া সুইডিশ স্ট্রাইকার ইসাককেও এই সপ্তাহে মাঠে দেখা যেতে পারে। যদিও বার্নলির বিপক্ষে বেঞ্চে শুরু করার সম্ভাবনাই বেশি, তবে কোচ আর্নে স্লট শিগগিরই তাকে মূল একাদশে রাখতে চাইবেন। বড় প্রশ্ন হলো—সালাহ, ইসাক, একিতিকে ও উইর্টজকে একসঙ্গে খেলানো সম্ভব হবে কি না।
সব মিলিয়ে আন্তর্জাতিক বিরতির পরেই প্রিমিয়ার লিগ ফিরছে রোমাঞ্চ আর নতুন গল্পের আভাস নিয়ে।