- ১৩ অক্টোবর, ২০২৫
রাশিয়া ও বেলারুশ শুক্রবার থেকে শুরু করেছে বৃহৎ আকারের সামরিক মহড়া “জাপাদ ২০২৫”, যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ড্রোন অনুপ্রবেশের অভিযোগে পোল্যান্ডের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র আকার ধারণ করার কয়েক দিনের মধ্যেই এই মহড়া শুরু হওয়ায় ইউরোপজুড়ে উদ্বেগ বেড়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এই মহড়ার লক্ষ্য হলো কমান্ডার ও সেনা কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো, আঞ্চলিক ও মিত্র বাহিনীর মধ্যে সমন্বয় উন্নত করা এবং যৌথ যুদ্ধ প্রশিক্ষণ জোরদার করা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, মহড়াটি অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল এবং এটি “কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়”।
তবে পরিস্থিতি ভিন্ন বার্তা দিচ্ছে। পোল্যান্ড বৃহস্পতিবার রাতে বেলারুশের সঙ্গে শেষ খোলা সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে। মিনস্কের রাষ্ট্রায়ত্ত মিডিয়া জানিয়েছে, সীমান্তে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে।
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক চলমান সময়কে “গুরুত্বপূর্ণ ও সংকটময় দিন” আখ্যা দিয়ে সতর্ক করেছেন, দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো “খোলা সংঘাতের” এত কাছাকাছি পৌঁছেছে।
পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরভিনস্কি বলেন, “বেলারুশে শুরু হওয়া এই সামরিক মহড়া সরাসরি পোল্যান্ডকে লক্ষ্য করে, আর সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত আমাদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে। রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে শুধু পোল্যান্ড নয়, গোটা সভ্য বিশ্বের প্রতিই আক্রমণাত্মক আচরণ করছে।”
অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শুক্রবার কিয়েভে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লা সিকোর্সকির সঙ্গে বৈঠক করে বলেন, “রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পোল্যান্ডকে লক্ষ্য করে উসকানির মধ্যেও আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি।”