Tuesday, October 14, 2025

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, উত্তেজনা কমানোর আহ্বান


ছবিঃ কাতারে রাজনীতি বিদ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবারের এই হামলার পর বৃহস্পতিবার জরুরি বৈঠকের আগে ১৫ সদস্যবিশিষ্ট পরিষদ যৌথ বিবৃতিতে একমত হয়, যেখানে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও অন্তর্ভুক্ত।

বিবৃতিতে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে বলা হয়, “উত্তেজনা হ্রাস এখন অত্যন্ত জরুরি”। তবে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা থেকে বিরত থাকে পরিষদ। ফ্রান্স ও যুক্তরাজ্যের খসড়া করা ওই বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের মুক্তি, গাজায় যুদ্ধ ও দুর্ভোগের অবসানই এখন প্রধান অগ্রাধিকার।

মঙ্গলবারের এই হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হলেও শীর্ষ নেতৃত্ব বেঁচে যায় বলে দাবি করেছে সংগঠনটি। এছাড়া এক কাতারি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। হামলার সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত নতুন সমঝোতা নিয়ে আলোচনা করছিলেন।

যুক্তরাষ্ট্র সাধারণত জাতিসংঘে ইসরায়েলকে রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করলেও এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে বলেন, “কাতারে একতরফা বোমাবর্ষণ ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যকে এগিয়ে নেয় না।”

জাতিসংঘের প্রতিবেদক গ্যাব্রিয়েল এলিজোন্ডো জানান, কূটনৈতিক সূত্রে জানা গেছে—যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরও কঠোর ভাষা ব্যবহারের বিরোধিতা করলেও নিরাপত্তা পরিষদের এই একমত অবস্থানকে “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” বলে মনে করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন