Tuesday, October 14, 2025

“কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না”—মাআলে আদুমিমে নেতানিয়াহুর হুমকি


ছবিঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি বসতি মাআলে আদুমিমে উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে এসে হাত নাড়ছেন (সংগৃহীত । মেনাহেম কাহানা/এএফপি )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার পশ্চিম তীরের বিতর্কিত বসতি এলাকায় একটি বৃহৎ সম্প্রসারণ পরিকল্পনায় স্বাক্ষর করেছেন। নতুন এই প্রকল্প কার্যকর হলে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

জেরুজালেমের পূর্বদিকে অবস্থিত মাআলে আদুমিম বসতিতে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না। এ ভূমি আমাদের।” তিনি আরও জানান, শহরের জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।

“ইস্ট-ওয়ান” বা E1 নামে পরিচিত ১২ বর্গকিলোমিটার এলাকায় ৩,৪০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প কার্যকর হলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ইসরায়েলি বসতিগুলোর বিস্তার আরও সুদৃঢ় হবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে গড়ে ওঠা সব ইসরায়েলি বসতি অবৈধ হিসেবে বিবেচিত হলেও তেল আভিভ এই অবস্থান অগ্রাহ্য করছে।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র সমাধান। তার ভাষায়, “দুই রাষ্ট্র সমাধান অনিবার্য, যতই প্রতিবন্ধকতা তৈরি হোক না কেন।”

আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহু এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের শান্তি প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়ল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন