Tuesday, October 14, 2025

নরসিংদীতে কলাবাগানে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


নরসিংদী জেলার সদর উপজেলার একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলাবাগানে কাজ করতে গিয়ে একটি গাছের নিচে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে যান। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “মরদেহের পাশে রক্তের দাগ ও টানাহেঁচড়ার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”


লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এদিকে এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তে অগ্রগতি হলেই বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।


ছবিঃ 
লাশপ্রতীকী ছবি


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন