Tuesday, January 13, 2026

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা


ফাইল ছবিঃ ছুরিকাঘাতে নিহত মনি চক্রবর্তী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনি চক্রবর্তী (৪০)। তিনি শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের বাসিন্দা এবং মদন চক্রবর্তীর ছেলে। জীবিকার তাগিদে তিনি চরসিন্দুর বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন মনি চক্রবর্তী। পথে সুলতানপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর হামলা চালায় এবং কাঁধে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকেন।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অপরাধীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন