Tuesday, January 13, 2026

মানিকগঞ্জে রস ছাড়াই ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান


ছবিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে ভোক্তা অধিকারের অভিযান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

খেজুরের রসের মৌসুম এলেই গুড়ের চাহিদা বাড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করার অভিযোগে মানিকগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রস ছাড়াই গুড় তৈরির কাজে ব্যবহৃত চুলা, বিভিন্ন সরঞ্জাম, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় অভিযানে কোকিল উদ্দিন ও তাঁর স্ত্রীকে সরাসরি ভেজাল গুড় তৈরির কাজে লিপ্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরে চিটাগুড় ব্যবহার করে রসের নামে ভেজাল গুড় তৈরি করে তা নিয়মিত বাজারে বিক্রি করছিলেন। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন।

অভিযান শেষে আসাদুজ্জামান রুমেল জানান, প্রকৃত খেজুরের রস ছাড়াই প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত গুড় তৈরি করা হতো। ভোক্তাদের বিভ্রান্ত করে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এই অবৈধ কার্যক্রম চলছিল। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও খাদ্যে ভেজাল রোধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন