- ১২ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নতুন বছরেই আবার পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর মুক্তির লক্ষ্য নিয়ে একটি বড় বাজেটের পারিবারিক চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন তিনি।
রোমান্টিক ঘরানার ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ দিয়ে দীর্ঘ বিরতির পর সফল প্রত্যাবর্তনের পর এবার করণ জোহর ফিরছেন তাঁর চেনা পারিবারিক আবহে। জানা গেছে, নতুন ছবির গল্পে করণের আলোচিত ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গম’-এর আবেগ ও পারিবারিক টানাপোড়েনের ছাপ থাকতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমন গুঞ্জনও রয়েছে যে, ছবিটি ওই জনপ্রিয় সিনেমার ধারাবাহিক কাহিনি বা অনানুষ্ঠানিক সিকুয়েল হতে পারে।
সূত্র জানায়, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বছরের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ছবিটিতে দুইজন নায়ক ও দুইজন নায়িকাকে কেন্দ্র করে গল্প এগোবে। শিগগিরই অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। করণের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনসের ব্যানারেই ছবিটি নির্মিত হবে বলে জানা গেছে।
এদিকে ছবিটির সম্ভাব্য নাম নিয়ে আলোচনা চলছে। অনেকে ধারণা করছেন, সিনেমাটির নাম হতে পারে ‘কাভি খুশি কাভি গম ২’। তবে এ বিষয়ে এখনো করণ জোহর বা ধর্মা প্রোডাকশনসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
উল্লেখ্য, করণ জোহর তাঁর দীর্ঘ পরিচালনা জীবনে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র মতো একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এবার তাঁর নতুন পারিবারিক ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।