- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | নরসিংদী :
নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া (৪২) নামের স্থানীয় যুবদল নেতা নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। নদীপথে প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা হলে উভয়পক্ষ মুখোমুখি হয় এবং গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাদেক মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নে আধিপত্যের দ্বন্দ্বে আরও দুইজন নিহত হয়েছিলেন। চলমান সংঘর্ষে একের পর এক প্রাণহানি ঘটায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।