Tuesday, October 14, 2025

রাশিয়ার ব্যাপক হামলায় কিয়েভে শিশুসহ নিহত ৪; পোল্যান্ডে সতর্কতা জারি


ছবিঃ ইউক্রেনের কিয়েভে আবাসিক এলাকায় রাতভর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এক ব্যক্তি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরাচ্ছেন, ( সংগৃহীত । আল জাজিরা । থমাস পিটার/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক ১২ বছরের কিশোরীও রয়েছে। এছাড়া শহরের একটি হৃদরোগ কেন্দ্রের কর্মী ও রোগীরাও নিহতদের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

পোল্যান্ডের সংবাদমাধ্যম আরএমএফ২৪ জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কিয়েভ ছাড়াও জাপোরিঝঝিয়া, খমেলনিতস্কি, সুমি, মাইকোলাইভ, চেরনিহিভ ও ওদেসা অঞ্চলেও রুশ বাহিনী হামলা চালিয়েছে, যেখানে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ইউক্রেনে রুশ হামলার পর তাদের সীমান্ত এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। রাশিয়ার হামলায় মোট ৫৯৫টি ড্রোন ও ডিকয় এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইউক্রেন দাবি করেছে, এর মধ্যে ৫৬৬টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা নিস্ক্রিয় করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা “ইউক্রেনের সামরিক শিল্প অবকাঠামো” লক্ষ্য করে আকাশ, সমুদ্র ও ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

জেলেনস্কি তার দৈনিক ভাষণে অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপীয় দেশগুলোর ওপর ড্রোন হামলা চালাতে ট্যাঙ্কার ব্যবহার করছে। তিনি বাল্টিক সাগরে রুশ ট্যাঙ্কার চলাচল নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

অঞ্চলজুড়ে উত্তেজনার পাশাপাশি মলদোভায় অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রো-ইউরোপীয় পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি এগিয়ে রয়েছে বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, আর তাই রাশিয়ার হামলার মাত্রা ও পরিসর দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন