- ১৩ অক্টোবর, ২০২৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় হামলায় তার ছেলে নাহিদ শেখও গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শেখের বাড়ি লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে।
নিহত জাহাঙ্গীরের পরিবারের অভিযোগ, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
আজ সকালে জাহাঙ্গীর তার ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গিয়েছিলেন। এ সময় প্রতিপক্ষ কাউসারের লোকজন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীর ও তার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্থানীয় লোকজন জানিয়েছেন যে কাউসার পক্ষের একজনও আহত হয়েছেন, তবে তার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই কাউসার শেখ ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যাওয়ায় তাদের পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, "জায়গা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল। এক পক্ষ জমিতে কাজ করতে গেলে আরেক পক্ষ হামলা চালায়। এতে দুই পক্ষের লোকই আহত হয়েছেন। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামের একজন কৃষক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, এই ঘটনায় জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।