Tuesday, October 14, 2025

নোয়াখালীতে করোনায় প্রথম মৃত্যু: এক সপ্তাহে শনাক্ত একজনেরই প্রাণহানি


ছবিঃকরোনাভাইরাস প্রতীকী(সংগৃহীত । রয়টার্স)

নোয়াখালীতে জেবল হক (৮০) নামের এক করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেলায় চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আগে থেকেই গুরুতর থাকায়, যথাযথ চিকিৎসা দিয়েও ফল পাওয়া যায়নি।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের বাসিন্দা। গতকাল বেলা পৌনে ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনার উপসর্গ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী আরও বলেন, তাঁদের হাসপাতালে করোনার পরীক্ষা শুরু হয়েছে সপ্তাহখানেক আগে। প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন ব্যক্তি করোনার পরীক্ষা করাতে আসেন। তাঁদের কাছে পর্যাপ্ত করোনার কিটও রয়েছে। নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত মাত্র একজনেরই করোনা শনাক্ত হয়েছে এবং দুর্ভাগ্যবশত তিনিই মারা গেছেন।

এর আগে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নোয়াখালীতে করোনায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওই দিন জেলার সদর উপজেলার পশ্চিম মাইজদীর শাহ আলম (৬৫) নামের একজনের মৃত্যু হয়। সেই হিসাবে করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২৫।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন